ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৩০
আরাফাতে অবস্থানই হজ্জ
(১৪৩০) আব্দুর রহমান ইবন ইয়া'মার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হজ্জ হল আরাফায় অবস্থান করা। যে ব্যক্তি মুযদালিফার রাতে (জিলহজ্জ মাসের ৯ তারিখের দিবাগত রাতে বা আরাফার দিনের পরবর্তী রাতে) ফজরের পূর্বে আসতে পারল সে হজ্জ পেয়ে গেল।
عن عبد الرحمن بن يعمر رضي الله عنه مرفوعا: الحج عرفة من جاء ليلة جمع قبل طلوع الفجر فقد أدرك الحج
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান