ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১৪৩১
 হজ্ব - উমরার অধ্যায়
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (বিদায় হজ্জে) যখন আরাফার মাঠে অবস্থান করলেন তখন বললেন, এই হল অবস্থানের জায়গা এবং আরাফাতের প্রান্তর পুরোটাই অবস্থানের জায়গা। এবং তিনি যখন (রাতে) মুযদালিফার কুযাহ পাহাড়ের উপর অবস্থান করলেন তখন বললেন, এই হল অবস্থানের জায়গা এবং মুযদালিফার প্রন্তর পুরোটাই অবস্থানের জায়গা।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما مرفوعا قال حين وقف بعرفة: هذا الموقف وكل عرفة موقف وقال حين وقف على قزح: هذا الموقف وكل المزدلفة موقف
তাহকীক:
হাদীস নং: ১৪৩২
 হজ্ব - উমরার অধ্যায়
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩২) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (আরাফায় অবস্থানের ক্ষেত্রে) তোমরা উরানার মাঠ থেকে সরে যাবে। এবং (মুযদালিফায় অবস্থানের ক্ষেত্রে) তোমরা মুহাসসার প্রান্তর থেকে সরে যাবে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: إرفعوا عن بطن عرنة وارفعوا عن بطن محسر
তাহকীক:
হাদীস নং: ১৪৩৩
 হজ্ব - উমরার অধ্যায়
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩৩) আব্দুল্লাহ ইবন উমারের পুত্র তাবিয়ি সালিম বলেন, হাজ্জাজ ইবন ইউসুফ** আব্দুল্লাহ ইবন উমার রা.কে জিজ্ঞাসা করেন, আরাফার দিনে আরাফার অবস্থানের সময় কীভাবে কী করবেন? তখন সালিম বলেন, আপনি যদি সুন্নত (মতো চলতে) চান তাহলে আরাফার দিনের (যুহর ও আসরের) সালাত দ্বিপ্রহরের সাথে সাথে প্রথম সময়ে আদায় করুন তখন আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, সে সত্য বলেছে। তারা সুন্নত অনুসারে যুহর ও আসরের সালাত একত্র করে আদায় করতেন।
كتاب الحج
عن سالم وقد سأل الحجاج بن يوسف عبد الله بن عمر رضي الله عنهما كيف تصنع في الموقف يوم عرفة؟ فقال سالم إن كنت تريد السنة فهجر بالصلاة يوم عرفة فقال عبد الله بن عمر صدق إنهم كانوا يجمعون بين الظهر والعصر في السنة... وقال سالم: إن كنت تريد السنة فاقصر الخطبة وعجل الموقف …. فقال ابن عمر: صدق
তাহকীক:
হাদীস নং: ১৪৩৪
 হজ্ব - উমরার অধ্যায়
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩৪) ইবন আব্বাস রা. বলেন, আমি দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতের দিনে দুআ করছেন, অসহায় দরিদ্র ব্যক্তির খাবার ভিক্ষার মতো করে তাঁর হাত দুটি তাঁর বুক পর্যন্ত উঠানো রয়েছে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يدعو بعرفة يداه إلى صدره كاستطعام المسكين
তাহকীক: