ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪২৫
হজ্ব - উমরার অধ্যায়
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বাইতুল্লাহর তাওয়াফ শেষ করলেন তখন তিনি সাফা পাহাড়ে আগমন করলেন । তিনি পাহাড়ের উপরে আরোহণ করে বাইতুল্লাহর দিকে তাকালেন এবং তিনি তাঁর হস্তদ্বয় উঠালেন।তখন তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন এবং তাঁর ইচ্ছামতো দুআ করলেন ।
كتاب الحج
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لما فرغ من طوافه أتى الصفا فعلا عليه حتى نظر إلى البيت ورفع يديه فجعل يحمد الله ويدعو بما شاء أن يدعو
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪২৬
হজ্ব - উমরার অধ্যায়
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফের (সাঈ করার) প্রচলন করেছেন। কাজেই কারো জন্য তা বর্জন করার অধিকার নেই।
كتاب الحج
عن عائشة رضي الله عنها قالت: وقد سن رسول الله صلى الله عليه وسلم الطواف بينهما فليس لأحد أن يترك الطواف بينهما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪২৭
হজ্ব - উমরার অধ্যায়
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৭) ইবন উমার রা. বলেন, ...এবং রাসূলুল্লাহ (ﷺ) সাফা ও মারওয়ার মাঝে সাতবার তাওয়াফ (সাঈ) করেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا : و طاف (ثم سعى) بين الصفا والمروة سبعا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪২৮
হজ্ব - উমরার অধ্যায়
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ করতেন তখন তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী ঢলের পানি চলাচলের নিম্নভূমিতে দৌড়াতেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يسعى ببطن المسيل إذا طاف بين الصفا والمروة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪২৯
হজ্ব - উমরার অধ্যায়
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৯) মহিলা তাবিয়ি সাফিয়্যা বিনতু শাইবা বলেন, বনু আব্দুদ দার গোত্রের কতিপয় মহিলা, যারা রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছিলেন, তারা আমাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) (সাফা ও মারওয়ার মাঝে দৌড়ানোর সময়) বলেন, তোমরা দৌড়াও; কারণ আল্লাহ তোমাদের উপর দৌড়ানো লিপিবদ্ধ (অত্যাবশ্যকীয়) করেছেন।
كتاب الحج
عن صفية بنت شيبة قالت: أخبرتني نسوة من بني عبد الدار اللائي أدركن رسول الله صلى الله عليه وسلم مرفوعا: إسعوا فإن الله كتب عليكم السعي
tahqiq

তাহকীক: