ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১৪২০
 হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করে সাতবার বাইতুল্লাহর তাওয়াফ করেন এবং মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাতবার তাওয়াফ করেন ।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما قال: قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا وصلى خلف المقام ركعتين وطاف بين الصفا والمروة سبعا
তাহকীক:
হাদীস নং: ১৪২১
 হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২১) তাবিয়ি নাফি’ বলেন, ইবন উমার রা. প্রত্যেক সাত চক্কর তাওয়াফের জন্য দুই রাকআত সালাত আদায় করতেন।
كتاب الحج
عن نافع كان ابن عمر رضي الله عنهما يصلي لكل سبوع ركعتين
তাহকীক:
হাদীস নং: ১৪২২
 হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২২) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, প্রত্যেক সাত তাওয়াফের জন্য দুই রাকআত সালাত। তিনি দুইবার সাত চক্কর একত্র করতেন না। (মাঝে অবশ্যই দুই রাকআত সালাত আদায় করতেন)।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول: على كل سبع ركعتان وكان هو لا يقرن بين سبعين
তাহকীক:
হাদীস নং: ১৪২৩
 হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২৩) মিসওয়ার ইবন মাখরামা রা. থেকে বর্ণিত, তিনি যখন ফজরের পরে বা আসরের পরে তাওয়াফ করতেন তখন কয়েকবার সাত চক্কর তাওয়াফ একত্রে করতেন (মাঝে দুই রাকআত তাওয়াফের সালাত আদায় করতেন না)। যখন সূর্য উদিত হত বা অস্ত যেত তখন তিনি প্রত্যেক সাত চক্করের জন্য দুই রাকআত সালাত আদায় করতেন।
كتاب الحج
عن المسور بن مخرمة أنه كان يقرن بين الأسابيع إذا طاف بعد الصبح والعصر فإذا طلعت الشمس أو غربت صلى لكل أسبوع ركعتين
তাহকীক:
হাদীস নং: ১৪২৪
 হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২৪) উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি ফজরের সালাতের পরে তাওয়াফ করেন, কিন্তু তিনি তাওয়াফের দুই রাকআত সালাত আদায় করেন না। (তিনি মদীনার পথে বেরিয়ে পড়েন) যখন তিনি যূ-তুওয়া নামক স্থানে পৌঁছালেন এবং এবং সূর্য উঠে গেল তখন তিনি দুই রাকআত সালাত আদায় করলেন।
كتاب الحج
عن عمر بن الخطاب رضي الله عنه أنه طاف بالبيت بعد الصبح فلم يركع فلما صار بذي طوى وطلعت الشمس صلى ركعتين
তাহকীক: