ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৪১৯
 হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফ চলাকালে সালাতের ইকামত দেওয়া হলে
(১৪১৯) তাবিয়ি জামীল ইবন যাইদ বলেন, আমি দেখলাম যে, ইবন উমার রা. বাইতুল্লাহর তাওয়াফ করছেন। এমতাবস্থায় সালাতের ইকামত দেওয়া হল। তখন তিনি সমবেত মানুষদের সাথে জামাআতে সালাত আদায় করলেন । এরপর উঠে তিনি আগের তাওয়াফের উপর ভিত্তি করে বাকি তাওয়াফ সম্পন্ন করলেন।
كتاب الحج
عن جميل بن زيد قال: رأيت ابن عمر رضي الله عنهما طاف بالبيت فأقيمت الصلاة فصلى مع القوم ثم قام فبنى على ما مضى من طوافه
তাহকীক: