ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪১৮
হজ্ব - উমরার অধ্যায়
রুকনে ইয়ামানি ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে কী বলতে হবে
(১৪১৮) সায়িব ইবন ইয়াযীদ বলেন, আমি শুনলাম যে, রাসূলুল্লাহ (ﷺ) দুই রুকনের (অর্থাৎ রুকনে ইয়ামানি বা কাবা ঘরের দক্ষিণ পশ্চিম কোণ এবং হাজারে আসওয়াদ বা দক্ষিণ পূর্ব কোণ্ এতদুভয়ের) মধ্যবর্তী স্থানে বলছেন, 'হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নি-যন্ত্রণা থেকে রক্ষা করো’।
كتاب الحج
عن السائب بن يزيد رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركنين: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النّار
tahqiq

তাহকীক: