ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৫৫
কোনো গোত্রের ‘মাওলা’ তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য
(১২৫৫) রাসূলুল্লাহ (ﷺ) এর 'মাওলা' বা আযাদকৃত গোলাম আবু রাফি’ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বনু মাখযুম গোত্রের একব্যক্তিকে যাকাত সংগ্ৰহ করতে প্রেরণ করেন । লোকটি আবু রাফি'কে বলেন, আমার সাথে চলুন যাতে আপনিও (সংগ্রাহক হিসাবে) যাকাত থেকে কিছু পেতে পারেন । তিনি বলেন, না, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে তাঁকে জিজ্ঞাসা না করে তা করব না। তখন তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসেন এবং তাঁকে জিজ্ঞাসা করেন । তিনি উত্তরে বলেন, আমাদের জন্য যাকাত বৈধ নয়। আর কোনো গোত্রের ‘মাওলাগণ' তাঁদের নিজেদের অন্তর্ভুক্ত।
عن أبي رافع رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم بعث رجلا من بني مخزوم على الصدقة فقال لأبي رافع: إصحبني كيما تُصيب منها فقال لا حتى آتي رسول الله صلى الله عليه وسلم فأسأله فانطلق إلى النبي صلى الله عليه وسلم فسأله فقال إن الصدقة لا تحل لنا وإن موالي القوم من أنفسهم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা