ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ১২৫১
যাকাতের অধ্যায়
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫১) আব্দুল মুত্তালিব ইবন রাবীআ ইবন হারিস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুহাম্মাদের বংশের জন্য যাকাত গ্রহণ উচিত নয় । যাকাতের সম্পদ তো মানুষের (সম্পদের) আবর্জনা । দ্বিতীয় বর্ণনায়: মুহাম্মাদ (ﷺ) ও তাঁর বংশের জন্য যাকাত বৈধ নয়।
كتاب الزكاة
عن عبد المطلب بن ربيعة بن الحارث رضي الله عنه مرفوعا: إن الصدقة لا تنبغي لآل محمد إنما هي أوساخ الناس. وإنها لا تحل لمحمد ولا لآل محمد
তাহকীক:
হাদীস নং: ১২৫২
যাকাতের অধ্যায়
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুহাম্মাদের (ﷺ) বংশধর যাকাত ভক্ষণ করে না।
كتاب الزكاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إن آل محمد صلى الله عليه وسلم لا يأكلون الصدقة
তাহকীক:
হাদীস নং: ১২৫৩
যাকাতের অধ্যায়
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর বংশের মানুষদেরকে) বলেছেন, মানুষের হাত ধোয়া পানি আমি তোমাদের জন্য পছন্দ করি নি । যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশের একপঞ্চমাংশই তোমাদের জন্য যথেষ্ট।
كتاب الزكاة
عن ابن عباس رضي الله عنه مرفوعا: رغبت لكم عن غسالة أيدي الناس إن لكم من خمس الخمس لما يغنيكم
তাহকীক:
হাদীস নং: ১২৫৪
যাকাতের অধ্যায়
মুহাম্মাদ (ﷺ) এর বংশধরের জন্য যাকাত বৈধ নয় । বনু হাশিম ও বনু মুত্তালিবও এদের মধ্যে
(১২৫৪) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, আমি ও উসমান ইবন আফফান রা. রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হেঁটে গেলাম। আমরা বললাম, আপনি বনু মুত্তালিব বংশের মানুষদেরকে খাইবারের একপঞ্চমাংশ থেকে প্রদান করলেন কিন্তু আমাদেরকে বাদ দিলেন। অথচ আমরা সকলেই আপনার সাথে আত্মীয়তার ক্ষেত্রে একই পর্যায়ের। তখন তিনি বলেন, বনু হাশিম ও বনু মুত্তালিব একই বিষয়। জুবাইর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বনু আব্দু শামস ও বনু নাওফাল গোত্রের মানুষের যুদ্ধলব্ধ সম্পদের একপঞ্চমাংশ থেকে কিছু বণ্টন করে দেন নি।
كتاب الزكاة
عن جبير بن مطعم رضي الله عنه قال: مشيت أنا وعثمان بن عفان إلى النبي صلى الله عليه وسلم فقلنا أعطيت بني المطلب من خمس خيبر وتركتنا ونحن بمنزلة واحدة منك فقال إنّما بنو هاشم وبنو المطلب شيء واحد قال جبير ولم يقسم النبي صلى الله عليه وسلم لبني عبد شمس وبني نوفل شيئا
তাহকীক: