ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৫০
'আল্লাহর রাস্তায়’ অর্থ কী?
(১২৫০) উম্মু মা'কাল বলেন, (তার স্বামী) আবু মা'কাল রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে হজ্জ পালন করেন। যখন তিনি ফিরে আসেন তখন উম্মু মা'কাল বলেন, আপনি তো জানেন যে, আমার উপরেও হজ্জ (ফরয) রয়েছে। তখন তারা উভয়ে বেরিয়ে হ্যাঁটতে হ্যাঁটতে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন । উম্মু মা'কাল বলেন, হে আল্লাহর রাসূল, আমার উপরে হজ্জ রয়েছে এবং আবু মা’কালের একটি জোয়ান উট আছে। আবু মা'কাল বলেন, সে সত্য বলেছে, তবে আমি এই উটটিকে 'আল্লাহর রাস্তায়’ (ওয়াক্ফ করে) দিয়েছি । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি উটটি তোমার স্ত্রীকে প্রদান করো; যেন সে তাতে চড়ে হজ্জ আদায় করতে পারে। কারণ হজ্জও আল্লাহর রাস্তায়'।
عن أم معقل قالت: كان أبو معقل حاجا مع رسول الله صلى الله عليه وسلم فلما قدم قالت أم معقل قد علمت أن علي حجة فانطلقا يمشيان حتى دخلا عليه فقالت: يا رسول الله إن علي حجة وإن لأبي معقل بكرا قال أبو معقل صدقت جعلته في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم أعطها فلتحج عليه فإنه في سبيل الله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান