ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১২৪৯
যাকাতের অধ্যায়
ধনী বা সচ্ছল ব্যক্তির জন্য কখন যাকাত গ্রহণ বৈধ হবে
(১২৪৯) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো ধনী বা সচ্ছল ব্যক্তির জন্য যাকাত বৈধ নয়, শুধুমাত্র পাঁচ শ্রেণির সচ্ছল ব্যক্তি বাদে: যাকাত সংগ্রহে নিয়োজিত ব্যক্তি, যে ব্যক্তি নিজের সম্পদ দিয়ে যাকাতের সম্পদ ক্রয় করেছে, ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধরত ব্যক্তি এবং কোনো দরিদ্রকে যাকাত দেওয়ার পরে সে যদি তা থেকে কোনো ধনী বা সচ্ছল ব্যক্তিকে উপহার প্রদান করে।
كتاب الزكاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا تحل الصدقة لغني إلا لخمسة لعامل عليها أو رجل اشتراها بماله أو غارم أو غاز في سبيل الله أو مسكين تُصدق عليه منها فأهدى منها لغني
tahqiq

তাহকীক: