ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৪৮
সচ্ছল ব্যক্তির জন্য যাকাত গ্রহণ বৈধ নয় এবং উপার্জনক্ষম ব্যক্তির জন্য যাকাত গ্রহণ উচিত নয়
(১২৪৮) তাবিয়ি উবাইদুল্লাহ ইবন আদি ইবনুল খিয়ার বলেন, দুইব্যক্তি আমাকে বলেন, তারা বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) যাকাত বণ্টন করছিলেন । তারা দুইজন তাঁর কাছে যাকাত চাইলেন। তখন তিনি তাদের দুইজনের দিকে দৃষ্টি ঘুরিয়ে বারবার তাঁকালেন। তিনি দেখলেন যে, তারা শক্ত সমর্থ তখন তিনি বলেন, তোমরা চাইলে আমি তোমাদেরকে দেব তবে এতে কোনো সচ্ছল ব্যক্তি বা কোনো উপার্জনক্ষম সমর্থ ব্যক্তির অধিকার নেই।
عن عبيد الله بن عدي بن الخيار قال: أخبرني رجلان أنهما أتيا النبي صلى الله عليه وسلم في حجة الوداع وهو يقسم الصدقة فسألاه منها فرفع فينا البصر وخفضه فرآنا جلدين فقال إن شئتما أعطيتكما ولا حظ فيها لغني ولا لقوي مكتسب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান