ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৪৬
যাকাতের আটটি খাত এবং যে কোনো একটি খাতে প্রদান করা বৈধ
(১২৪৬) যিয়াদ ইবনুল হারিস সুদায়ি রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলে, আমাকে যাকাত থেকে প্রদান করুন । তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মহান আল্লাহ যাকাতের বিষয়ে কোনো নবী বা অন্য কারো সিদ্ধান্ত গ্রহণ করেন নি। বরং তিনি নিজে এ বিষয়ে বিধান প্রদান করেছেন এবং যাকাতকে আট অংশে ভাগ করেছেন। যদি তুমি সেই আট অংশের কোনো অংশের অন্তর্ভুক্ত হও তাহলে আমি তোমাকে তোমার অধিকার প্রদান করব ।
عن زياد بن الحارث الصدائي: أتى رسول الله صلى الله عليه وسلم رجل فقال: أعطني من الصدقة فقال له رسول الله صلى الله عليه وسلم: إنّ الله تعالى لم يرض بحكم نبي ولا غيره في الصدقات حتى حكم فيها هو فجزاها ثمانية أجزاء فإن كنت من تلك الأجزاء أعطيتك حقك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৪৭
যাকাতের আটটি খাত এবং যে কোনো একটি খাতে প্রদান করা বৈধ
(১২৪৭) ইবন আব্বাস রা. বলেন, (আট শ্রেণির) যে কোনো এক শ্রেণিকে যাকাত প্রদান করলেই তোমার যাকাত আদায় হয়ে যাবে।
عن ابن عباس رضي الله عنهما قال: في أي صنف وضعته أجزاك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান