ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৫৬
দান করা এবং গোপনে দান করার মর্যাদা
(১২৫৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে দিন (কিয়ামতের দিন) আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সাত প্রকারের মানুষকে তাঁর ছায়ায় স্থান দিবেন।...এই সাত শ্রেণির মানুষের মধ্যে: একব্যক্তি যে দান করেছে এবং তা এমনভাবে গোপন রেখেছে যে, তার ডানহাত কী ব্যয় করে তা তার বামহাত জানতে পারে না ।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله... فذكر الحديث، وفيه: رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৫৭
দান করা এবং গোপনে দান করার মর্যাদা
(১২৫৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, দান গোনাহ নির্বাপিত করে দেয়, যেমন পানি আগুন নির্বাপিত করে।
عن جابر رضي الله عنه مرفوعا: الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান