ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৫৮
সচ্ছল থাকা ও ভিক্ষা থেকে আত্মরক্ষার চেষ্টা করার গুরুত্ব, পরিবার ও আত্মীয়দেরকে প্রদানের মাধ্যমে দান শুরু করা এবং শ্রেষ্ঠ দানের বিবরণ
(১২৫৮) হাকীম ইবন হিযাম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উপরের হাত নীচের হাতের চেয়ে উত্তম। এবং (দানের ক্ষেত্রে) যার অভিভাবকত্ব তোমার উপর তাকে দিয়ে তুমি শুরু করবে। এবং সর্বোত্তম দান হল যা সচ্ছলতার উপর থেকে প্রদান করা হয়। আর যে ব্যক্তি নিজেকে (ভিক্ষা থেকে) পবিত্র রাখতে চেষ্টা করবে আল্লাহ তাকে পবিত্র রাখবেন। আর যে ব্যক্তি সচ্ছল ও অমুখাপেক্ষী থাকার চেষ্টা করবে, আল্লাহ তাকে সচ্ছল রাখবেন।
عن حكيم بن حزام رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: اليد العليا خير من اليد السفلى وابدأ بمن تعول وخير الصدقة عن ظهر غنى ومن يستعفف يعفه الله ومن يستغن يغنه الله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১২৫৯
সচ্ছল থাকা ও ভিক্ষা থেকে আত্মরক্ষার চেষ্টা করার গুরুত্ব, পরিবার ও আত্মীয়দেরকে প্রদানের মাধ্যমে দান শুরু করা এবং শ্রেষ্ঠ দানের বিবরণ
(১২৫৯) সালমান ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দরিদ্র ব্যক্তিকে দান করা একটি মাত্র দান। আর রক্তসম্পর্কের আত্মীয়কে দান করা দুইটি নেক কর্ম: দান এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করা।
عن سلمان بن عامر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن الصدقة على المسكين صدقة وإنها على ذي الرحم اثنتان: صدقة وصلة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা