ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১২০০
যাকাতের অধ্যায়
এতিমের সম্পদের যাকাতের বিধান
(১২০০) ইবন মাসউদ রা. বলেন, এতিমের সম্পদে যাকাত নেই ।
كتاب الزكاة
عن ابن مسعود رضي الله عنه: ليس في مال اليتيم زكاة
তাহকীক:
হাদীস নং: ১২০১
যাকাতের অধ্যায়
এতিমের সম্পদের যাকাতের বিধান
(১২০১) তাবিয়ি কাসিম ইবন মুহাম্মাদ ইবন আবু বাকর বলেন, আমার ফুফু আয়িশা রা. আমাকে এবং আমার আরেক ভাইকে এতিম অবস্থায় অভিভাবক হয়ে নিজ ক্রোড়ে লালন-পালন করেছেন। তখন তিনি আমাদের সম্পদ থেকে যাকাত আদায় করতেন।
كتاب الزكاة
عن القاسم بن محمد بن أبي بكر أنه قال: كانت عائشة تليني وأخا لي يتيمين في حجرها فكانت تخرج من أموالنا الزكاة
তাহকীক: