ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২০০
যাকাতের অধ্যায়
এতিমের সম্পদের যাকাতের বিধান
(১২০০) ইবন মাসউদ রা. বলেন, এতিমের সম্পদে যাকাত নেই ।
كتاب الزكاة
عن ابن مسعود رضي الله عنه: ليس في مال اليتيم زكاة
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাসউদের মতটি মুহাম্মাদ কিতাবুল আসারে সঙ্কলিত করেছেন । বর্ণনাটি মুরসাল, অর্থাৎ তাবিয়ি মুজাহিদ (১০৪ হি.) বলেছেন, আব্দুল্লাহ ইবন মাসউদ বলেছেন । মুজাহিদ ইবন মাসউদ থেকে হাদীস শিক্ষার সুযোগ পান নি । তিনি অন্য কারো মাধ্যমে হাদীসটি শিখেছেন, যার নাম উল্লেখ করেন নি বাকি সনদ হাসান পর্যায়ের। দারাকুতনি হাসান সনদে অনুরূপ মতামত ইবন আব্বাস থেকে সঙ্কলন করেছেন। মুহাম্মাদ অনুরূপ মতামত তাবিয়ি ইবরাহীম নাখয়ি থেকে সহীহ সনদে উদ্ধৃত করেছেন)। [মুহাম্মাদ, কিতাবুল আসার, তাহকীক: আহমাদ ঈসা, হাদীস-২৯৮; যাইলায়ি, নাসবুর রায়াহ ২/৩৩৪।
হাদীসের ব্যাখ্যা:
এতিমের সম্পদের যাকাতের বিষয়ে সাহাবিগণ থেকে শুরু করে পরবর্তী ফকীহগণ মতভেদ করেছেন। ইমাম আবু হানীফা রাহ. এ বিষয়ে ইবন মাসউদ রা.র মত গ্রহণ করেছেন। (অনুবাদক)