ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২০১
এতিমের সম্পদের যাকাতের বিধান
(১২০১) তাবিয়ি কাসিম ইবন মুহাম্মাদ ইবন আবু বাকর বলেন, আমার ফুফু আয়িশা রা. আমাকে এবং আমার আরেক ভাইকে এতিম অবস্থায় অভিভাবক হয়ে নিজ ক্রোড়ে লালন-পালন করেছেন। তখন তিনি আমাদের সম্পদ থেকে যাকাত আদায় করতেন।
عن القاسم بن محمد بن أبي بكر أنه قال: كانت عائشة تليني وأخا لي يتيمين في حجرها فكانت تخرج من أموالنا الزكاة

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, সম্ভবত এর অর্থ হল, তিনি এভাবে এতিমের সম্পদের যাকাত প্রদান করা ফরয না হলেও জায়িয মনে করতেন। মুআত্তার অন্য হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি এতিমদের অলঙ্কারের যাকাত প্রদান করতেন না। অথবা এই হাদীসে 'এতিম' শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তারা দুইজন এতিম অবস্থা থেকে তার কাছে পালিত হয়েছেন। তারা বালিগ হওয়ার পরে তিনি তাদের সম্পদের যাকাত প্রদান করতেন। এই ব্যাখ্যার কারণ হল, আয়িশা রা. নিজে রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করেছেন যে, তিনব্যক্তি থেকে কলম (শরীআতের বিধান) উঠে গিয়েছে, তাদের একজন না-বালিগ শিশু বা কিশোর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান