ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২০০
এতিমের সম্পদের যাকাতের বিধান
(১২০০) ইবন মাসউদ রা. বলেন, এতিমের সম্পদে যাকাত নেই ।
عن ابن مسعود رضي الله عنه: ليس في مال اليتيم زكاة
হাদীসের ব্যাখ্যা:
এতিমের সম্পদের যাকাতের বিষয়ে সাহাবিগণ থেকে শুরু করে পরবর্তী ফকীহগণ মতভেদ করেছেন। ইমাম আবু হানীফা রাহ. এ বিষয়ে ইবন মাসউদ রা.র মত গ্রহণ করেছেন। (অনুবাদক)
