ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২০২
ঘোড়া, গাধা ও ক্রীতদাসদের যাকাত
(১২০২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মুসলিমের উপর তার দাসে এবং তার ঘোড়ায় কোনো যাকাত নেই । মুসলিম সঙ্কলিত অন্য বর্ণনায়, ‘মুসলিমের উপর দাসের জন্য ফিতরা ছাড়া কোনো যাকাত প্ৰদেয় নয়’।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ليس على المسلم صدقة في عبده ولا في فرسه
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এর ব্যাখ্যা হল, মুজাহিদের ঘোড়া এবং বাহন হিসাবে ব্যবহৃত ঘোড়ার জন্য যাকাত ফরয নয়। অনুরূপভাবে খেদমতের জন্য ব্যবহৃত ক্রীতদাসের জন্যও যাকাত ফরয নয়। এই মতটি ইবন যানজাওয়াইহি তার 'কিতাবুল আমওয়ালে' ইবন আব্বাস রা. থেকে সহীহ সনদে সঙ্কলিত করেছেন।** আল্লাহই ভালো জানেন।
[ইবন আব্বাস রা.র মতটির আরবি পাঠ নিম্নরূপ: عن طاوس سألت ابن عباس عن الخيل افيها صدقة قال ليس على فرس الغازي في سبيل الله صدقة । দেখুন: ইবন যানজাওয়াইহি, কিতাবুল আমওয়াল, হাদীস-১৮৭৮; ইবন হাজার, আদ দিরায়াহ ১/২৫৫। -সম্পাদক]
[ইবন আব্বাস রা.র মতটির আরবি পাঠ নিম্নরূপ: عن طاوس سألت ابن عباس عن الخيل افيها صدقة قال ليس على فرس الغازي في سبيل الله صدقة । দেখুন: ইবন যানজাওয়াইহি, কিতাবুল আমওয়াল, হাদীস-১৮৭৮; ইবন হাজার, আদ দিরায়াহ ১/২৫৫। -সম্পাদক]
