ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২০৩
ঘোড়া, গাধা ও ক্রীতদাসদের যাকাত
(১২০৩) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে যাকাত প্রদানে অবহেলাকারীর শাস্তির বিষয়ে একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেন। উক্ত হাদীসের মধ্যে তিনি বলেন, বলা হল, হে আল্লাহর রাসূল, তাহলে ঘোড়ার কী বিধান? তিনি বলেন, ঘোড়া তিন প্রকার। একপ্রকার ঘোড়া মানুষের জন্য পাপ ও বোঝা, দ্বিতীয় প্রকার ঘোড়া মানুষের জন্য পর্দা এবং তৃতীয় প্রকার ঘোড়া মানুষের জন্য পুরস্কার। মানুষের জন্য পাপ ও বোঝা হল সেই ঘোড়া যাকে কোনো ব্যক্তি রিয়া, অহঙ্কার ও ইসলামের অনুসারীদের শত্রুতার জন্য বেঁধে রেখেছে। এই ঘোড়াটি তার জন্য পাপ ও বোঝা। আর পর্দা বা আড়াল হল ওই ঘোড়াটি যাকে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় বেঁধে রেখেছে। এরপর এর পিঠ ও কাঁধের বিষয়ে (এর ব্যবহারের ক্ষেত্রে) আল্লাহর অধিকার সে ভুলে যায় নি।এই ঘোড়াটি তার জন্য (জাহান্নাম থেকে) পর্দা বা আড়াল । আর পুরস্কার হল সেই ঘোড়াটি যাকে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় ইসলামের অনুসারীদের জন্য বেঁধে রেখেছে...। এই হাদীসে রয়েছে, বলা হল, হে আল্লাহর রাসূল, তাহলে গাধার কী বিধান? তিনি বলেন, এর বিষয়ে আল্লাহ আমার উপরে কিছু অবতীর্ণ করেন নি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا في حديث طويل فيه وعيد مانعي الزكاة: قيل يا رسول الله فالخيل قال: الخيل ثلاثة هي لرجل وزر وهي لرجل ستر وهي لرجل أجر فأما التي هي له وزر فرجل ربطها رياء وفخرا ونواء على أهل الإسلام فهي له وزر وأما التي هي له ستر فرجل ربطها في سبيل الله ثم لم ينس حق الله في ظهورها ولا رقابها فهي له ستر وأما التي هي له أجر فرجل ربطها في سبيل الله لأهل الإسلام... الحديث وفيه: قيل يا رسول الله فالحمر قال ما أنزل علي في الحمر شيء
