ফিকহুস সুনান ওয়াল আসার
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ১২০৪
ঘোড়া, গাধা ও ক্রীতদাসদের যাকাত
(১২০৪) সাহাবি সায়িব ইবন ইয়াযীদ রা. বলেন, আমি দেখেছি যে, আমার পিতা সাহাবি ইয়াযীদ ইবন সায়ীদ ইবন সুমামাহ রা. ঘোড়ার মূল্য নির্ধারণ করে এর যাকাত উমার রা.র নিকট প্রেরণ করতেন।
عن السائب بن يزيد رضي الله عنه قال: رأيت أبي يقيم الخيل ثم يرفع صدقتها إلى عمر رضي الله عنه
