ফিকহুস সুনান ওয়াল আসার

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ১২০৫
ঘোড়া, গাধা ও ক্রীতদাসদের যাকাত
(১২০৫)তাবিয়ি ইবন শিহাব (১২৪ হি.) বলেন, উসমান রা. (৩৫ হি.) ঘোড়ার যাকাত আদায় করতেন।
عن ابن شهاب أن عثمان رضي الله عنه كان يصدق الخيل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১২০৫ | মুসলিম বাংলা