ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৪. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৯৯
যাকাতের অধ্যায়
পাওনা সম্পদের ও আটকে পড়া সম্পদের যাকাতের বিধান
(১১৯৯)তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন যখন যাকাত প্রদানের সময় উপস্থিত হবে, তখন যাকাত প্রদানকারী ব্যক্তি তার সকল সম্পদের যাকাত দিবেন এবং সকল পাওনার যাকাত দিবেন। শুধুমাত্র যে পাওনা সম্পদ তার থেকে আটকে রাখা হয়েছে এবং যা ফেরত পাওয়ার সে আশা করে না সেই সম্পদের যাকাত দিতে হবে না।
كتاب الزكاة
عن الحسن البصري قال: إذا حضر الوقت الذي يؤدي فيه الرجل زكاته أدى عن كل مال وعن كل دين إلا ما كان ضمارا لا يرجوه
tahqiq

তাহকীক: