ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১১৭৯
নামাযের অধ্যায়
শহীদকে গোসল ব্যতিরেকে তার রক্তসহ কবর দেওয়া
(১১৭৯) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উহুদ যুদ্ধে নিহতদের মধ্য থেকে দুইজনকে এক কাপড়ে একত্র করছিলেন। অতঃপর তিনি বলছিলেন, এদের মধ্যে কে কুরআন বেশী শিখেছিল? দুইজনের মধ্যে একজনের দিকে ইশারা করা হলে তিনি তাকে পাশ-কবরের মধ্যে আগে রাখছিলেন এবং বলছিলেন, আমি এদের জন্য সাক্ষী। আর তিনি তাদেরকে তাদের রক্তসহ কবরস্থ করার নির্দেশ দেন এবং তিনি তাদের জন্য সালাতুল জানাযা আদায় করেন নি এবং তাদের গোসল করান নি।
كتاب الصلاة
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى أحد في ثوب واحد ثم يقول أيهم أكثر أخذا للقرآن؟ فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد وقال أنا شهيد على هؤلاء وأمر بدفنهم بدمائهم ولم يصل عليهم ولم يغسلهم
হাদীস নং: ১১৮০
নামাযের অধ্যায়
শহীদকে গোসল ব্যতিরেকে তার রক্তসহ কবর দেওয়া
(১১৮০) জাবির রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম । একব্যক্তির বুকে বা গলায় একটি তীর লাগে এবং লোকটি মৃত্যুমুখে পতিত হয়। তখন তিনি যেভাবে ছিলেন সেভাবেই তাকে তার পরিহিত পোশাকে জড়িয়ে দাফন করা হয়।
كتاب الصلاة
عن جابر رضي الله عنه قال: رمي رجل بسهم في صدره أو في خلقه فمات فأدرج في ثيابه كما هو قال ونحن مع رسول الله صلى الله عليه وسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১১৮১
নামাযের অধ্যায়
শহীদকে গোসল ব্যতিরেকে তার রক্তসহ কবর দেওয়া
(১১৮১) ইবন আব্বাস রা. বলেন, উহুদের নিহতদের বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দেন যে, তাদের দেহের লোহা বা লোহাজাত পোশাক এবং চামড়ার পোশাকাদি খুলে নিতে হবে এবং তাদেরকে তাদের পোশাকে এবং রক্তসহ কবর দিতে হবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما قال: أمر رسول الله صلى الله عليه وسلم بقتلى أحد أن ينزع عنهم الحديد والجلود وأن يدفنوا بدمائهم وثيابهم
tahqiq

তাহকীক: