ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৮২
গোসল ফরয থাকা অবস্থায় শহীদ হলে তার গোসল করানো হবে
(১১৮২) আব্দুল্লাহ ইবন যুবাইর রা. বলেন, হানযালা ইবন আবু আমির সাকাফি রা. যখন নিহত হলেন তখন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনলাম, তোমাদের সঙ্গীকে ফিরিশতাগণ গোসল করাচ্ছে, তোমরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করো। তখন তার স্ত্রী বলেন, যুদ্ধের চিৎকার শ্রবণ করেই তিনি নাপাক অবস্থায় বেরিয়ে যান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এজন্যই ফিরিশতাগণ তাকে গোসল করাচ্ছেন।
عن عبد الله بن الزبير رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وقد قتل حنظلة بن أبي عامر الثقفي: إن صاحبكم حنظلة تغسله الملائكة فاسألوا صاحبته فقالت: خرج وهو جنب لما سمع الهائعة فقال رسول الله صلى الله عليه وسلم: لذلك غسلته الملائكة

তাহকীক:
তাহকীক চলমান