ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৮৩
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৩) শাদ্দাদ ইবনুল হাদ রা. বলেন, একজন বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে ঈমান গ্রহণ করেন এবং তাঁর অনুগমন করতে থাকেন। (দীর্ঘ হাদীসের মধ্যে তিনি বলেন) একযুদ্ধে ওই ব্যক্তি তীরের আঘাতে শহীদ হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার সালাতুল জানাযা আদায় করেন। জানাযায় তার দুআর মধ্যে যা প্রকাশ পায়, 'হে আল্লাহ, এই ব্যক্তি আপনার বান্দা, আপনার রাস্তায় হিজরত করে বেরিয়ে এসেছে এবং শহীদরূপে নিহত হয়েছে। আমি সে বিষয়ে সাক্ষী।
عن شداد بن الهاد رضي الله عنه أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله عليه وسلم فآمن به واتبعه... وفيه أنه في غزوة أصابه سهم فقتل... فصلى عليه فكان فيما ظهر من صلاته: اللهم هذا عبدك خرج مهاجرا في سبيلك فقتل شهيدا أنا شهيد على ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৮৪
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৪) একজন সাহাবি থেকে বর্ণিত, একযুদ্ধে এক মুসলিম সৈন্য নিজের অস্ত্রের আঘাতে নিহত হন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে রক্তসহ তার পোশাকে জড়িয়ে নেন এবং তার সালাতুল জানাযা আদায় করেন । সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি কি শহীদ? তিনি বলেন, হ্যাঁ।
عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم في قصة رجل من المسلمين مات بسلاحه: فلقه رسول الله صلى الله عليه وسلم بثيابه ودمائه وصلى عليه ودفنه فقالوا يا رسول الله أشهيد هو؟ قال نعم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১১৮৫
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৫) আনাস রা. বলেন, (উহুদ যুদ্ধের শেষে) রাসূলুল্লাহ (ﷺ) হামযা রা.র মৃতদেহের নিকট গমন করেন। তার মৃতদেহ কেটে বিকৃত করা হয়েছিল। তিনি একমাত্র হামযা রা. ছাড়া অন্য কোনো শহীদের সালাতুল জানাযা আদায় করেন নি।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر بحمزة رضي الله عنه وقد مثل به ولم يصل على أحد من الشهداء غيره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১১৮৬
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৬) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদগণের জন্য সালাত আদায় করেন আট বছর পর (বিদায় হজ্জের পর)।
عن عقبة بن عامر رضي الله عنه قال: صلى رسول الله صلى الله عليه وسلم على قتلى أحد بعد ثماني سنين
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা