ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৬
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৬) উকবা ইবন আমির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদগণের জন্য সালাত আদায় করেন আট বছর পর (বিদায় হজ্জের পর)।
عن عقبة بن عامر رضي الله عنه قال: صلى رسول الله صلى الله عليه وسلم على قتلى أحد بعد ثماني سنين
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, দেরি করে সালাতুল জানাযা আদায় করা রাসূলুল্লাহ (ﷺ) এর বৈশিষ্ট্য ছিল। আল্লাহই ভালো জানেন ।
