ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১৮৫
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৫) আনাস রা. বলেন, (উহুদ যুদ্ধের শেষে) রাসূলুল্লাহ (ﷺ) হামযা রা.র মৃতদেহের নিকট গমন করেন। তার মৃতদেহ কেটে বিকৃত করা হয়েছিল। তিনি একমাত্র হামযা রা. ছাড়া অন্য কোনো শহীদের সালাতুল জানাযা আদায় করেন নি।
عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر بحمزة رضي الله عنه وقد مثل به ولم يصل على أحد من الشهداء غيره
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার রাহ. বলেন, এই হল রাসূলুল্লাহ (ﷺ) উহুদের শহীদগণের সালাতুল জানাযা আদায় করেন নি বলে জাবির রা. বর্ণিত হাদীসের ব্যাখ্যা। অর্থাৎ তিনি হামযা রা. ছাড়া কারো জন্য পৃথকভাবে সালাত আদায় করেন নি। বরং প্রত্যেক বার সালাতের সাথে হামযার মৃতদেহ ছিল। ইবন আব্বাস রা. থেকে বর্ণিত এক হাদীসে তিনি বলেন: حتى صلى عليه سبعين صلاة ‘এভাবে তিনি হামযার জন্য ৭০ বার সালাত আদায় করেন'। যাইলায়ি কথাটি হাকিম, তাবারানি ও বাইহাকির সূত্রে উল্লেখ করেছেন। গ্রন্থকার বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক উহুদের শহীদগণের সালাতুল জানাযা আদায় করার মূল বিষয়টি বুখারি ও মুসলিম সঙ্কলিত নিচের হাদীসে প্রমাণিত ।
