ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮৪
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৪) একজন সাহাবি থেকে বর্ণিত, একযুদ্ধে এক মুসলিম সৈন্য নিজের অস্ত্রের আঘাতে নিহত হন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে রক্তসহ তার পোশাকে জড়িয়ে নেন এবং তার সালাতুল জানাযা আদায় করেন । সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি কি শহীদ? তিনি বলেন, হ্যাঁ।
عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم في قصة رجل من المسلمين مات بسلاحه: فلقه رسول الله صلى الله عليه وسلم بثيابه ودمائه وصلى عليه ودفنه فقالوا يا رسول الله أشهيد هو؟ قال نعم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৮৪ | মুসলিম বাংলা