ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৮৩
শহীদের জন্য সালাতুল জানাযা
(১১৮৩) শাদ্দাদ ইবনুল হাদ রা. বলেন, একজন বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে ঈমান গ্রহণ করেন এবং তাঁর অনুগমন করতে থাকেন। (দীর্ঘ হাদীসের মধ্যে তিনি বলেন) একযুদ্ধে ওই ব্যক্তি তীরের আঘাতে শহীদ হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার সালাতুল জানাযা আদায় করেন। জানাযায় তার দুআর মধ্যে যা প্রকাশ পায়, 'হে আল্লাহ, এই ব্যক্তি আপনার বান্দা, আপনার রাস্তায় হিজরত করে বেরিয়ে এসেছে এবং শহীদরূপে নিহত হয়েছে। আমি সে বিষয়ে সাক্ষী।
عن شداد بن الهاد رضي الله عنه أن رجلا من الأعراب جاء إلى النبي صلى الله عليه وسلم فآمن به واتبعه... وفيه أنه في غزوة أصابه سهم فقتل... فصلى عليه فكان فيما ظهر من صلاته: اللهم هذا عبدك خرج مهاجرا في سبيلك فقتل شهيدا أنا شهيد على ذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৮৩ | মুসলিম বাংলা