ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৫৭
কবর দেওয়ার পরে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করা
(১১৫৭) উসমান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মৃতের কবর দেওয়া সমাপ্ত করলে তার পাশে দাঁড়াতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য টিকে থাকার তাওফীক প্রাথনা করো; কারণ তাকে এখন প্রশ্ন করা হচ্ছে।
عن عثمان بن عفان رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال: استغفروا لأخيكم وسلوا له بالتثبيت فإنه الآن يسأل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা