ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৫৮
কবর দেওয়ার পদ্ধতি এবং এ সময়ের দুআ ও কুরআন পাঠ
(১১৫৮) দ্বিতীয় হিজরি শতকের তাবি’-তাবিয়ি আব্দুর রহমান ইবনুল আলা' ইবনুল লাজলাজ বলেন, আমার পিতা (দ্বিতীয় হিজরি শতকের তাবিয়ি) আলা ইবনুল লাজলাজ আমাকে বলেন, বেটা, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার জন্য পার্শ্ব-কবর খনন করবে। যখন আমাকে আমার পার্শ্ব কববের মধ্যে রাখবে তখন বলবে, 'আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপরে’ । এরপর আমার উপরে ধীরে ধীরে মাটি চাপিয়ে দিবে। এরপর আমার মাথার কাছে সূরা বাকারার প্রথম অংশ ও শেষ অংশ পাঠ করবে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এরূপ বলতে শুনেছি। বাইহাকির বর্ণনায়, 'আমি আব্দুল্লাহ ইবন উমারকে এরূপ করা পছন্দ করতে দেখেছি।
عن عبد الرحمن بن العلاء بن اللجلاج قال قال لي أبي: يا بني إذا مت فالحد لي لحدا فإذا وضعتني في لحدي فقل: بسم الله وعلى ملة رسول الله صلى الله عليه وسلم ثم سن التراب علي سنا ثم اقرأ عند رأسي بفاتحة البقرة وخاتمتها فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذلك. وعند البيهقي فإني رأيت ابن عمر رضي الله عنهما يستحب ذلك

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৫৯
কবর দেওয়ার পদ্ধতি এবং এ সময়ের দুআ ও কুরআন পাঠ
(১১৫৯) বুরাইদা আসলামি রা. থেকে বর্ণিত, তিনি ওসীয়ত করেন যে, তার কবরের উপরে যেন খেজুরের দুইটি ডাল পুতে দেওয়া হয়।
عن بريدة الأسلمي رضي الله عنه أنه أوصى أن يجعل في قبره جريدان

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১৬০
কবর দেওয়ার পদ্ধতি এবং এ সময়ের দুআ ও কুরআন পাঠ
(১১৬০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি কবরের পাশ দিয়ে গমন করেন। তখন তিনি বলেন, এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে।... এরপর তিনি একটি তাজা খেজুরের ডাল নিয়ে ছিড়ে দুইভাগ করেন এবং প্রত্যেক কবরে একটি করে অংশ পুতে দেন। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি এরূপ করলেন কেন? তিনি বলেন, আশা করা যায় যে, এই দুইটি ডাল শুকিয়ে না যাওয়া পর্যন্ত তাদের আযাব হালকা করা হবে।
عن ابن عباس رضي الله عنهما قال: مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال: إنهما ليعذبان... ثم أخذ جريدة رطبة فشقها نصفين فغرز في كل قبر واحدة قالوا يا رسول الله لم فعلت هذا؟ قال لعله يخفف عنهما ما لم ييبسا

তাহকীক:
তাহকীক চলমান