ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৬১
কবর দেওয়ার পরে কালিমা শেখানো
(১১৬১) তাবিয়ি দামরা ইবন হাবীব বলেন, তারা পছন্দ করতেন যে, মৃতব্যক্তিকে কবর দেওয়া সম্পন্ন হলে এবং মানুষজন ফিরে গেলে মৃতের জন্য তার কবরের কাছে বলা হবে, 'হে অমুক, বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই । বলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই', তিনবার । বলো, আমার প্রভু আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মাদ' (ﷺ)।
عن ضمرة بن حبيب قال: كانوا يستحبون إذا سوي على الميت قبره وانصرف الناس عنه أن يقال للميت عند قبره: يا فلان قل: لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ثلاث مرات قل: ربي الله وديني الإسلام ونبيي محمد صلى الله عليه وسلم

তাহকীক:
তাহকীক চলমান