ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১১৬২
জানাযায় উপস্থিত হওয়ার সাওয়াব
(১১৬২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তির নিকট উপস্থিত হয়ে সালাতুল জানাযা আদায় করবে তার জন্য এক কীরাত সাওয়াব। আর যে জানাযায় উপস্থিত হয়ে কবর দেওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দুই কীরাত সাওয়াব। বলা হল, দুই কীরাত কীরূপ? তিনি বলেন, বিশাল দুইটি পাহাড়ের মতো।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من شهد الجنازة حتى يصلي فله قيراط ومن شهد حتى تدفن كان له قيراطان قيل وما القيراطان؟ قال مثل الجبلين العظيمين

তাহকীক:
তাহকীক চলমান
