ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৫৬
কবরে চুন লেপা, কবর পাকা করা ও কবরের উপর বসা নিষেধ
(১১৫৬) জাবির রা. বলেন, রাসুলুল্লাহ (ﷺ) কবরের উপরে চুন লাগাতে, কবরের উপর বসতে এবং কবরের উপর ঘর বানাতে বা কবর পাকা করতে নিষেধ করেছেন।
عن جابر رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান