ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৭ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০৮৭
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৮৭) আলী রা. বলেন, তিনি যখন রাসূলুল্লাহ (ﷺ) কে গোসল করান তখন মৃতের দেহে যা খোঁজা হয় তাঁর দেহে তিনি তা খোঁজ করেন, কিন্তু তিনি তা পান না।
عن علي بن أبي طالب رضي الله عنه قال: لما غسل النبي صلى الله عليه وسلم ذهب يلتمس منه ما يلتمس من الميت فلم يجده

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৮৮
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৮৮) উম্মু আতিয়্যাহ রা. বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যার** মৃতদেহ গোসল করাচ্ছিলাম। সে সময়ে তিনি সেখানে আগমন করেন এবং বলেন, তোমরা তাকে তিনবার বা পাঁচবার বা তারও বেশীবার গোসল করাবে। পানি ও বদরি গাছের পাতা দিয়ে গোসল করাবে । শেষবারে কর্পূর ব্যবহার করবে। যখন তোমরা গোসল দান শেষ করবে তখন আমাকে জানাবে। উম্মু আতিয়্যাহ বলেন, আমরা যখন শেষ করলাম তখন তাঁকে জানালাম। তিনি তখন তাঁর নিজের সেলাইবিহীন খোলা লুঙ্গিটি আমাদের নিকট ফেলে দিলেন এবং বললেন, তোমরা তাকে প্রথমে এই কাপড়টির মধ্যে জড়াবে।
عن أم عطية رضي الله عنها قالت: دخل علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نغسل ابنته فقال: إغسلنها ثلاثا أو خمسا أو أكثر من ذلك بماء وسدر واجعلن في الآخرة كافورا فإذا فرغتن فاذني فلما فرغنا آذناه فألقى إلينا حقوه فقال أشعرنها إياه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৮৯
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৮৯) লাইলা বিনতু কানিফ সাকাফিয়্যাহ রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা উম্মু কুলসুমের ওফাতের পরে তার গোসল করানোয় অংশগ্রহণ করেন, তার কাফন হিসাবে রাসূলুল্লাহ (ﷺ) সর্বপ্রথম আমাদেরকে (খোলা সেলাইবিহীন) লুঙ্গি প্রদান করেন। অতঃপর সেমিজ বা ম্যাক্সি, অতঃপর ওড়না, অতঃপর বড় চাদর। এরপর অন্য একটি কাপড়ের মধ্যে তাকে জড়ানো হয়। তিনি বলেন, এ সময়ে রাসূলুল্লাহ (ﷺ) ঘরের দরজার নিকট বসে ছিলেন। কাফনের কাপড়গুলো তাঁর কাছে ছিল। তিনি একটি একটি করে কাপড় আমাদেরকে প্রদান করছিলেন।
عن ليلى بنت قانف الثقفية رضي الله عنها: وكانت فيمن غسلن أم كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم عند وفاتها فكان أول ما أعطانا رسول الله صلى الله عليه وسلم الحقاء ثم الدرع ثم الخمار ثم الملحفة ثم أدرجت بعد في الثوب الآخر قالت ورسول الله صلى الله عليه وسلم جالس عند الباب معه كفنها يناولناها ثوبا ثوبا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯০
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯০) ইবরাহীম নাখয়ি বলেন, ইবন মাসউদ রা. বলেছেন, মৃতের সাজদার স্থানগুলোতে কর্পূর দিতে হবে।
عن إبراهيم عن ابن مسعود رضي الله عنه قال: يوضع الكافور على مواضع سجود الميت

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯১
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯১) ইবরাহীম নাখয়ি বলেন, আয়িশা রা. দেখতে পান যে, এক মৃতব্যক্তির মাথার চুল আঁচড়ানো হচ্ছে। তিনি বলেন, তোমরা কি কারণে তোমাদের মৃতের কপাল লম্বা করছ?
عن إبراهيم أن عائشة أم المؤمنين رضي الله عنها رأت ميتا يسرح رأسه فقالت: علام تنصون ميتكم؟

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯২
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯২) উম্মু আতিয়্যা রা. রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যার গোসলের বর্ণনায় বলেন, এবং আমরা তার চুল আঁচড়ে তিনটি বেণি বানিয়ে দিই।
عن أم عطية رضي الله عنها في تغسيل ابنته صلى الله عليه وسلم: ومشطناها ثلاثة قرون

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০৯৩
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৩) তাবিয়ি মাকহুল (৫০-১১৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো মহিলা পুরুষদের মাঝে মৃত্যুবরণ করেন, যেখানে অন্য কোনো মহিলা নেই, অথবা কোনো পুরুষ মহিলাদের মধ্যে মৃত্যুবরণ করেন যেখানে অন্য কোনো পুরুষ নেই, তাহলে সেই মৃতদেহকে তায়াম্মুম করিয়ে দাফন করতে হবে। পানি না পেলে যেমন তায়াম্মুম করতে হয়, এই দুই মৃতেরও সেই বিধান।
عن مكحول مرسلا مرفوعا: إذا ماتت المرأة مع الرجال ليس معهم امرأة غيرها والرجل مع النساء ليس معهن رجل غيره فإنهما يتيممان ويدفنان وهما بمنزلة من لا يجد الماء

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯৪
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৪) তাবিয়ি আব্দুল্লাহ ইবন আবু বাকর ইবন হাযম (১৩৫ হি.) বলেন, আবু বাকর সিদ্দীক রা.র ওফাত হলে তার স্ত্রী আসমা বিনতু উমাইস তাকে গোসল দান করেন।
عن عبد الله بن أبي بكر أن أسماء بنت عميس (امرأة أبي بكر الصديق) غسلت أبا بكر الصديق رضي الله عنهما حين توقي

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০৯৫
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৫) আবু বাকর সিদ্দীক রা.র স্ত্রী আসমা বিনতু উমাইস রা. বলেন, ফাতিমা রা. ওসীয়ত করেন যে, তার স্বামী আলী রা. এবং আসমা বিনতু উমাইস তাকে গোসল করাবেন। সেমতো তারা তাকে গোসল করান ।
عن أسماء بنت عميس أن فاطمة أوصت أن يغسلها زوجها علي وأسماء رضي الله عنهن فغسلاها .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯৬
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৬) আয়িশা রা. বলেন, আমার এক অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ কর তাহলে আমি তোমার তত্ত্বাবধান করে তোমাকে গোসল করিয়ে, কাফন পরিয়ে, তোমার জন্য ৪১ সালাত আদায় করে তোমাকে দাফন করব।
عن عائشة رضي الله عنها مرفوعا: لو مت قبلي فقمت عليك فغسلتك وكفنتك وصليت عليك ودفنتك

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১০৯৭
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৭) উমার রা. এবং ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন সকল সম্পর্ক ও বংশপরিচয় বিচ্ছিন্ন হয়ে যাবে; শুধুমাত্র আমার সম্পর্ক ও আমার বংশপরিচয় ছাড়া।
عن عمر وعن ابن عباس رضي الله عنهم مرفوعا: كل سبب ونسب منقطع يوم القيامة إلا سببي ونسبي

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯৮
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন তার ভাইকে কাফন পরাবে তখন সে যেন তাকে সুন্দর মানানসই কাফন প্রদান করে।
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: إذا كفن أحدكم أخاه فليحسن كفنه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১০৯৯
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১০৯৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সাদা পোশাক পরিধান করবে। সাদা পোশাক তোমাদের সর্বোত্তম পোশাকের মধ্যে অন্যতম । এবং তোমরা তোমাদের মৃতদের কাফন সাদা কাপড়ের প্রদান করবে ।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: البسوا من ثيابكم البياض فإنها من خير ثيابكم وكفنوا فيها موتاكم

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১১০০
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০০) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কাফনের বিষয়ে বেশী দামি কাফন প্রদানের প্রতিযোগিতা করবে না। কারণ অল্প সময়ের মধ্যেই মৃতের নিকট থেকে তার কাফন ছিনিয়ে নেওয়া হবে।
عن علي رضي الله عنه مرفوعا: لا تغالوا في الكفن فإنه يسلبه سلبا سريعا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১০১
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০১) তাবিয়ি আবু সালামা বলেন, আমি আয়িশা রা.কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কে কয়টি কাপড় দিয়ে কাফন পরানো হয়? তিনি বলেন, তিনটি সাদা সুতি কাপড়।
عن أبي سلمة أنه قال: سألت عائشة رضي الله عنها في كم كفن رسول الله صلى الله عليه وسلم فقالت: في ثلاثة أثواب سحولية... ليس فيها قميص ولا عمامة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১১০২
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০২) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, মৃত ব্যক্তিকে কামিস বা জামা পরাতে হবে, ইযার বা খোলা সেলাইবিহীন লুঙ্গি পরাতে হবে এবং তৃতীয় কাপড়ে জড়াতে হবে। যদি একটি কাপড় ছাড়া আর কিছু না থাকে তাহলে একটি কাপড়েই কাফনাবৃত করতে হবে।
عن عبد الله بن عمرو بن العاص أنه قال: الميت يقمص ويؤزر ويلف في الثوب الثالث فإن لم يكن إلا ثوب واحد كفن فيه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১১০৩
মৃতকে গোসল করানো ও কাফন পরানোর বিস্তারিত বিবরণ
(১১০৩) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃতের কাফন তিনবার সুগন্ধি জ্বেলে সুবাসিত করবে।
عن جابر رضي الله عنه مرفوعا: أجمروا كفن الميت ثلاثا

তাহকীক:
তাহকীক চলমান