ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯০৬
পাঠক ও শ্রোতা উভয়েই সাজদার আয়াতের স্থানে সাজদা করবেন
(৯০৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আদম সন্তান সাজদার আয়াত পাঠ করে সাজদা দেয় তখন শয়তান কাঁদতে কাঁদতে বিচ্ছিন্ন হয়ে যায়। সে বলে, হায় আমার দুর্ভাগ্য! আদম সন্তানকে সাজদার নির্দেশ দেওয়া হল আর সে সাজদা করল, ফলে তার জন্য জান্নাত। আর আমাকে সাজদার নির্দেশ দেওয়া হল আর আমি অমান্য করলাম, ফলে আমার জন্য জাহান্নাম।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويلي أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فلي النار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৯০৭
পাঠক ও শ্রোতা উভয়েই সাজদার আয়াতের স্থানে সাজদা করবেন
(৯০৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাজদা সম্বলিত সূরা পাঠ করে শুনাতেন। তখন তিনি সাজদা করতেন এবং আমরাও সাজদা করতাম । এমনকি আমাদের অনেকেই কপাল রাখার জায়গাটুকু পেত না।
عن ابن عمر رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم يقرأ علينا السورة فيها السجدة فيسجد ونسجد حتى ما يجد أحدنا موضع جبهته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা