ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৯০৮
নামাযের অধ্যায়
সাজদার জন্য পবিত্রতা ও তাকবীর
(৯০৮) ইবন উমার রা. বলেন, কোনো মানুষ পবিত্র অবস্থায় ছাড়া সাজদা করবে না।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما أنه قال: لا يسجد الرجل إلا وهو طاهر
তাহকীক:
হাদীস নং: ৯০৯
নামাযের অধ্যায়
সাজদার জন্য পবিত্রতা ও তাকবীর
(৯০৯) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে কুরআন পাঠ করে শুনাতেন। যখন তিনি সাজদার আয়াত পাঠ করতেন তখন তিনি 'আল্লাহু আকবার' বলতেন এবং সাজদা করতেন এবং আমরা তাঁর সাথে সাজদা করতাম।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: كان يقرأ علينا القرآن فإذا مر بالسجدة كبر وسجد وسجدنا معه
তাহকীক: