ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯১০
সাজদার সূরা সমূহ
(৯১০) আবু দারদা রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে এগারোটি সাজদা করেছি, যেগুলোর মধ্যে মুফাসসাল সূরাগুলোর ১২৩ একটিও নেই: আ'রাফ (৭), রা'দ (১৩), নাহল (১৬), বনী ইসরাঈল (১৭), মারইয়াম (১৯), হাজ্জ (২২), ফুরকান (২৫), সূরা নামলে (২৭) সুলাইমানের সাজদা, সূরা সাজদা (৩২), সূরা সাদ (৩৮) এর মধ্যে এবং হামীম সূরাগুলোর সাজদা।
عن أبي الدرداء رضي الله عنه قال: سجدت مع النبي صلى الله عليه وسلم إحدى عشرة سجدة ليس فيها من المفصل شيء: الأعراف والرعد والنّحل وبني إسرائيل ومريم والحج وسجدة الفرقان وسليمان سورة النّمل السجدة وفي ص وسجدة الحواميم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা