ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৯১১
নামাযের অধ্যায়
সূরা হাজ্জ ও সূরা হামীমের সাজদা
(৯১১) ইবন আব্বাস রা. সূরা হজ্জের সাজদার বিষয়ে বলেন, প্রথম সাজদাটি সুদৃঢ় নির্দেশ ও শেষ সাজদাটি শিক্ষাদান।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما قال في سجود الحج: الأول عزيمة والآخر تعليم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৯১২
নামাযের অধ্যায়
সূরা হাজ্জ ও সূরা হামীমের সাজদা
(৯১২) ইবন আব্বাস রা. সূরা হামীমের সাজদার বিষয়ে বলেন, দুইটি আয়াতের শেষে সাজদা করবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما عن السجدة التي في حم قال: أسجد بآخر الآيتين
tahqiq

তাহকীক: