ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৯০৫
যদি কেউ না বসে উঠে দাঁড়ায়
(৯০৫) মুগীরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ সালাত আদায়ের সময় না বসে উঠে পড়বে, তখন যদি সে পুরো দাঁড়িয়ে না পড়ে তাহলে সে যেন বসে পড়ে এবং তাকে ভুলের জন্য দুইটি সাজদা দিতে হবে না। আর যদি সে পুরোপুরি দাঁড়িয়ে পড়ে তাহলে সে যেন সালাতের মধ্যে সামনে এগিয়ে যায় এবং (সালাত শেষে ) বসা অবস্থায় দুইটি সাজদা করে।
عن المغيرة رضي الله عنه مرفوعا: إذا صلى أحدكم فقام من الجلوس فإن لم يستتم قائماً فليجلس وليس عليه سجدتان فإن استوى قائماً فليمض في صلاته وليسجد سجدتين وهو جالس

তাহকীক:
তাহকীক চলমান