ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৭
পাঠক ও শ্রোতা উভয়েই সাজদার আয়াতের স্থানে সাজদা করবেন
(৯০৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাজদা সম্বলিত সূরা পাঠ করে শুনাতেন। তখন তিনি সাজদা করতেন এবং আমরাও সাজদা করতাম । এমনকি আমাদের অনেকেই কপাল রাখার জায়গাটুকু পেত না।
عن ابن عمر رضي الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم يقرأ علينا السورة فيها السجدة فيسجد ونسجد حتى ما يجد أحدنا موضع جبهته

হাদীসের ব্যাখ্যা:

মুসলিমের এক বর্ণনায়: فيسجد بنا حتى ازدحمنا عنده حتى ما يجد أحدنا مكانا ليسجد فيه في غير صلاة

তিনি আমাদের নিয়ে সাজদা দিতেন। আমরা এমনভাবে ভিড় করতাম যে আমাদের অনেকেই সাজদা করার স্থান পেত না। এ ছিল সালাতের বাইরে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৯০৭ | মুসলিম বাংলা