ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯০৬
পাঠক ও শ্রোতা উভয়েই সাজদার আয়াতের স্থানে সাজদা করবেন
(৯০৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আদম সন্তান সাজদার আয়াত পাঠ করে সাজদা দেয় তখন শয়তান কাঁদতে কাঁদতে বিচ্ছিন্ন হয়ে যায়। সে বলে, হায় আমার দুর্ভাগ্য! আদম সন্তানকে সাজদার নির্দেশ দেওয়া হল আর সে সাজদা করল, ফলে তার জন্য জান্নাত। আর আমাকে সাজদার নির্দেশ দেওয়া হল আর আমি অমান্য করলাম, ফলে আমার জন্য জাহান্নাম।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا قرأ ابن آدم السجدة فسجد اعتزل الشيطان يبكي يقول يا ويلي أمر ابن آدم بالسجود فسجد فله الجنة وأمرت بالسجود فأبيت فلي النار
