ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৮৮৫
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৫) তাবিয়ি আব্দুল আযীয ইবন রুফাই' (৪০-১৩০ হি.) বলেন, সাহাবি উবাই ইবন কা'ব রা. (মৃ: ৩০ হি.) মদীনায় মানুষদেরকে রমাযান মাসে ২০ রাকআত রাতের সালাত পড়াতেন এবং তিনি তিন রাকআত বিতর পড়তেন।
كتاب الصلاة
عن عبد العزيز بن رفيع قال: كان أبي بن كعب رضي عنه يصلي بالناس في رمضان بالمدينة عشرين ركعة ويوتر بثلاث
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৮৬
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৬) তাবিয়ি ইয়াহইয়া ইবন সায়ীদ আনসারি (মৃ: ১৪৪ হি.) বলেন, উমার রা. একব্যক্তিকে নির্দেশ দেন, যিনি মানুষদের নিয়ে ২০ রাকআত রাতের সালাত আদায় করেন।
كتاب الصلاة
عن يحيى بن سعيد أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم عشرين ركعة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৮৭
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৭) সাহাবি সায়িব ইবন ইয়াযিদ রা. বলেন, মানুষেরা উমার ইবনুল খাত্তাব রা.র সময়ে রমাযান মাসে ২০ রাকআত রাতের সালাত আদায় করতেন।
كتاب الصلاة
عن السائب بن يزيد رضي الله عنه قال: كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان بعشرين ركعة
হাদীস নং: ৮৮৮
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৮) তাবিয়ি আতা ইবন আবী রাবাহ (মৃ: ১১৪ হি.) বলেন, আমি মানুষদেরকে (সাহাবিগণকে) দেখেছি যে, তারা বিতরসহ মোট ২৩ রাকআত সালাতুল লাইল আদায় করতেন।
كتاب الصلاة
عن عطاء قال: أدركت الناس وهم يصلون ثلاثا وعشرين ركعة بالوتر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৮৯
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৮৯) তাবি’-তাবিয়ি নাফি' ইবন উমার (মৃ: ১৬৯ হি.) বলেন, তাবিয়ি ইবন আবী মুলাইকা (মৃ: ১১৭ হি.) আমাদের নিয়ে রমাযান মাসে রাতের সালাত ২০ রাকআত আদায় করতেন।
كتاب الصلاة
عن نافع بن عمر قال: كان ابن أبي مليكة يصلي بنا في رمضان عشرين ركعة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৮৯০
নামাযের অধ্যায়
বিশ রাকআত তারাবীহ
(৮৯০) তাবি’-তাবিয়ি সায়ীদ ইবন উবাইদ বলেন, প্রথম হিজরি শতকের তাবিয়ি আলী ইবন রাবীআহ তাদের নিয়ে রমাযান মাসে ৫ বিশ্রামে** রাতের সালাত আদায় করতেন এবং তিনি তিন রাকআত বিতর আদায় করতেন।
كتاب الصلاة
عن سعيد بن عبيد: أن علي بن ربيعة كان يصلي هم في رمضان خمس ترويحات ويوتر بثلاث