ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৭২
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রমাযান মাসের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম আল্লাহর মাস মুহাররাম মাসের সিয়াম। আর ফরয সালাতের পরে সর্বোত্তম সালাত রাতের সালাত।
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৭৩
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৩) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, রাতের কিয়াম (সালাত) পালন করা তোমাদের দায়িত্ব। কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার মানুষদের স্থায়ী অভ্যাস। আর রাতের কিয়াম (তাহাজ্জুদ) আল্লাহর নৈকট্য প্রদান করে, পাপ থেকে বাঁধা দেয়, গোনাহের ক্ষমা ও ক্ষতিপূরণ করায় এবং দেহ থেকে রোগব্যাধি তাড়িয়ে দেয়।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم وإن قيام الليل قربة إلى الله ومنهاة عن الإثم ومكفرة للسيئات ومطردة للداء عن الجسد

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৭৪
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৪) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রকাশ্য (নফল) দানের চেয়ে গোপন দানের মর্যাদা ও ফযীলত যেমন, দিনের (নফল) সালাতের উপর রাতের সালাতের ফযীলত ও মর্যাদাও তদ্রূপ ।
عن عبد الله رضي الله عنه مرفوعا: فضل صلاة الليل على صلاة النهار كفضل صدقة السر على صدقة العلانية

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৭৫
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৫) আয়িশা রা. বলেন, কখনো রাতের সালাত (তাহাজ্জুদ ত্যাগ করবে না; কারণ রাসূলুল্লাহ (ﷺ) কখনো তা ত্যাগ করতেন না। যদি কখনো অসুস্থ থাকতেন অথবা ক্লান্তি বা অবসাদ অনুভব করতেন তাহলে তিনি বসে তাহাজ্জুদ আদায় করতেন।
عن عائشة رضي الله عنها: لا تدع قيام الليل فإن رسول الله صلى الله عليه وسلم كان لا يدعه وكان إذا مرض أوكسل صلى قاعدا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৭৬
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৬) তাবিয়ি আবু সালামাহ ইবন আব্দুর রহমান বলেন, তিনি আয়িশা রা.কে প্রশ্ন করেন, রাসূলুল্লাহ (ﷺ) রমাযান মাসে রাতের সালাত কীভাবে আদায় করতেন? তিনি বলেন, তিনি রমাযানে ও অন্য সময়ে ১১ রাকআতের বেশী আদায় করতেন না। তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না । এরপর তিনি চার রাকআত সালাত আদায় করতেন। সেগুলোর সৌন্দর্য ও দৈর্ঘ্য সম্পর্কে কোনো প্রশ্ন কোরো না। এরপর তিনি তিনি রাকআত আদায় করতেন।
عن أبي سلمة بن عبد الرحمن أنه سأل عائشة رضي الله عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان؟ قالت: ما كان يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة يصلي أربع ركعات فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮৭৭
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৭) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সর্বোত্তম সালাত হল দীর্ঘ সময় দাঁড়ানো।
عن جابر رضي الله عنه مرفوعا: أفضل الصلاة طول القنوت

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৭৮
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাহাজ্জুদের সালাত আদায় করতেন বসে বসে। তিনি বসা অবস্থায় কুরআন পাঠ করতেন। যখন তার কুরআন পাঠের ৩০ বা ৪০ আয়াত মতো বাকি থাকত তখন তিনি উঠে দাঁড়াতেন এবং দাঁড়িয়ে বাকি আয়াতগুলো পাঠ করতেন। এরপর তিনি রুকু করতেন। এরপর সাজদা করতেন। দ্বিতীয় রাকআতেরও অনুরূপ করতেন। যখন তাঁর সালাত শেষ হত তখন তিনি দেখতেন (আমি জেগে আছি কিনা)। যদি আমি জেগে থাকতাম তাহলে তিনি আমার সাথে কথা বলতেন। আর যদি আমি ঘুমিয়ে থাকতাম তাহলে তিনি শুয়ে পড়তেন।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي جالسا فيقرأ وهو جالس فإذا بقي من قراءته نحو من ثلاثين أو أربعين آية قام فقرأها وهو قائم ثم يركع ثم سجد يفعل في الركعة الثانية مثل ذلك فإذا قضى صلاته نظر فإن كنت يقظى تحدث معي (وإن كنت نائمة اضطجع)

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৭৯
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতের সালাত আদায় করতেন তখন আমি তাঁর বিছানায় তাঁর সামনে আড়াআড়ি শুয়ে থাকতাম । যখন তিনি বিতর আদায়ের ইচ্ছা করতেন তখন আমাকে ঘুম থেকে ডেকে তুলতেন, তখন আমি বিতর আদায় করতাম।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يصلي وأنا راقدة معترضة على فراشه فإذا أراد أن يوتر أيقظني فاوترت

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৮৮০
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৮০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের রাতের সালাতের সর্বশেষ বিতর (বেজোড়) করবে (বিতর সবশেষে আদায় করবে)।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: اجعلوا آخر صلاتكم بالليل وترا

তাহকীক:
তাহকীক চলমান
