ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮০
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৮০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের রাতের সালাতের সর্বশেষ বিতর (বেজোড়) করবে (বিতর সবশেষে আদায় করবে)।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: اجعلوا آخر صلاتكم بالليل وترا

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার রাহ. বলেন, এর অর্থ হল রাতের অন্যান্য সকল সালাতের শেষে বিতর আদায় করতে হবে। এতে বিতরের পরের দুই রাকআত নফল সালাত আদায়ের আপত্তি বোঝা যায় না। আল্লাহই ভালো জানেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮৮০ | মুসলিম বাংলা