ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৯
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতের সালাত আদায় করতেন তখন আমি তাঁর বিছানায় তাঁর সামনে আড়াআড়ি শুয়ে থাকতাম । যখন তিনি বিতর আদায়ের ইচ্ছা করতেন তখন আমাকে ঘুম থেকে ডেকে তুলতেন, তখন আমি বিতর আদায় করতাম।
عن عائشة رضي الله عنها قالت: كان النبي صلى الله عليه وسلم يصلي وأنا راقدة معترضة على فراشه فإذا أراد أن يوتر أيقظني فاوترت
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮৭৯ | মুসলিম বাংলা