ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৮
রাতের সালাত বা তাহাজ্জুদ
(৮৭৮) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাহাজ্জুদের সালাত আদায় করতেন বসে বসে। তিনি বসা অবস্থায় কুরআন পাঠ করতেন। যখন তার কুরআন পাঠের ৩০ বা ৪০ আয়াত মতো বাকি থাকত তখন তিনি উঠে দাঁড়াতেন এবং দাঁড়িয়ে বাকি আয়াতগুলো পাঠ করতেন। এরপর তিনি রুকু করতেন। এরপর সাজদা করতেন। দ্বিতীয় রাকআতেরও অনুরূপ করতেন। যখন তাঁর সালাত শেষ হত তখন তিনি দেখতেন (আমি জেগে আছি কিনা)। যদি আমি জেগে থাকতাম তাহলে তিনি আমার সাথে কথা বলতেন। আর যদি আমি ঘুমিয়ে থাকতাম তাহলে তিনি শুয়ে পড়তেন।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي جالسا فيقرأ وهو جالس فإذا بقي من قراءته نحو من ثلاثين أو أربعين آية قام فقرأها وهو قائم ثم يركع ثم سجد يفعل في الركعة الثانية مثل ذلك فإذا قضى صلاته نظر فإن كنت يقظى تحدث معي (وإن كنت نائمة اضطجع)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৮৭৮ | মুসলিম বাংলা