ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৭০
সালাতুত তাসবীহ
(৮৭০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আব্বাস ইবন আব্দুল মুত্তালিব রা.কে বলেন, হে আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে দান করব না! আমি কি আপনাকে অনুদান দিব না! আমি কি আপনাকে প্রতিদান বিহীন হাদিয়া দিব না! আমি কি আপনার জন্য করব না দশটি বিষয়!!! যদি আপনি তা করতে পারেন তাহলে আল্লাহ আপনার গোনাহ ক্ষমা করবেন - প্রথম গোনাহ ও শেষ গোনাহ, পুরাতন গোনাহ ও নতুন গোনাহ, ভুলে করা গোনাহ ও ইচ্ছাকৃত গোনাহ, ছোট গোনাহ ও বড় গোনাহ এবং গোপন গোনাহ ও প্রকাশ্য গোনাহ। দশটি বিষয় আপনি চার রাকআত সালাত আদায় করবেন। প্রত্যেক রাকআতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। যখন আপনি প্রথম রাকআতে কুরআন পাঠ শেষ করবেন তখন আপনি দাঁড়ানো অবস্থায় ১৫ বার বলবেন, 'সুবহানাল্লাহ, ওয়াল হামদু লিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার (পবিত্রতা আল্লাহর, এবং প্রশংসা আল্লাহ জন্য, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ)। অতঃপর আপনি রুকু করবেন । তখন আপনি রুকুরত অবস্থায় এই বাক্যগুলো দশবার বলবেন। অতঃপর আপনি রুকু থেকে আপনার মাথা উঠাবেন। তখন আপনি এই বাক্যগুলো দশবার বলবেন। এরপর আপনি সাজদায় নেমে যাবেন। তখন আপনি সাজদারত অবস্থায় এই বাক্যগুলো দশবার বলবেন। এরপর আপনি সাজদা থেকে আপনার মাথা উঠাবেন। তখন আপনি এই বাক্যগুলো দশবার বলবেন। এরপর আপনি সাজদা করবেন। তখন আপনি বাক্যগুলো দশবার বলবেন। এরপর আপনি আপনার মাথা উঠাবেন । তখন আপনি (দ্বিতীয় সাজদার পরে দ্বিতীয় রাকআতে উঠার আগে বসা অবস্থায় ) বাক্যগুলো দশবার বলবেন। এভাবে প্রত্যেক রাকআতে ৭৫ বার। আপনি চার রাকআতে এইরূপ করবেন। যদি আপনি সক্ষম হন তাহলে প্রতিদিন একবার এই সালাত আদায় করবেন। যদি আপনি তা না পারেন তাহলে প্রত্যেক জুমুআয় (প্রতি সপ্তাহে) একবার । যদি তা না পারেন তাহলে প্রত্যেক মাসে একবার । যদি তা না পারেন তাহলে প্রত্যেক বছরে একবার । যদি তা না পারেন তাহলে আপনার জীবনে একবার ।
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال للعباس بن عبد المطلب: يا عباس يا عماه ألا أعطيك ألا أمنحك ألا أحبوك ألا أفعل بك عشر خصال إذا أنت فعلت ذلك غفر الله لك ذنبك أوله وآخره قديمه وحديثه خطأه وعمده صغيره وكبيره سره وعلانيته عشر خصال أن تصلي أربع ركعات تقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة فإذا فرغت من القراءة في أول ركعة وأنت قائم قلت: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر خمس عشرة مرة ثم تركع فتقولها وأنت راكع عشرا ثم ترفع رأسك من الركوع فتقولها عشرا ثم تهوي ساجدا فتقولها وأنت ساجد عشرا ثم ترفع رأسك من السجود فتقولها عشرا ثم تسجد فتقولها عشرا ثم ترفع رأسك فتقولها عشرا فذلك خمس وسبعون في كل ركعة تفعل ذلك في أربع ركعات إن استطعت أن تصليها في كل يوم مرة فافعل فإن لم تفعل ففي كل جمعة مرة فإن لم تفعل ففي كل شهر مرة فإن لم تفعل ففي كل سنة مرة فإن لم تفعل ففي عمرك مرة

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮৭১
সালাতুত তাসবীহ
(৮৭১) আবু রাফি’ রা. বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আব্বাস রা.কে বলেন... (এই হাদীসে বলা হয়েছে) প্রথম রাকআতের দ্বিতীয় সাজদার পরে আপনি আপনার মাথা উঠাবেন। তখন আপনি দাঁড়ানোর আগে বাক্যগুলো দশবার বলবেন। এতে প্রত্যেক রাকআতে ৭৫ বার হবে। চার রাকআতে ৩০০ বার হবে।
عن أبي رافع رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم للعباس... وفيه: ثم ارفع رأسك فقلها عشرا قبل أن تقوم فتلك خمس وسبعون في كل ركعة هي ثلاث مائة في أربع ركعات

তাহকীক:
তাহকীক চলমান
