ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৮৬৩
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৩) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সালাতুদ দুহা (চাশতের সালাত) দুই রাকআত আদায় করবে, সে ব্যক্তি অমনোযোগী বলে গণ্য (লিখিত) হবে না। আর যে ব্যক্তি তা চার রাকআত আদায় করবে, আবিদ বান্দাগণের মধ্যে তার নাম লিখিত হবে। আর যে ব্যক্তি ছয় রাকআত আদায় করবে তার ওই দিনের জন্য তা যথেষ্ট হবে। আর যে ব্যক্তি আট রাকআত আদায় করবে, নেককার একনিষ্ঠ অনুগত বান্দাগণের মধ্যে তার নাম লেখা হবে। আর যে ব্যক্তি বারো রাকআত আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরী করবেন।
عن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى الضحى ركعتين لم يكتب من الغافلين ومن صلى أربعا كتب من العابدين ومن صلى ستا كفي ذلك اليوم ومن صلى ثمانيا كتبه الله من القانتين ومن صلى ثنتي عشرة بنى الله له بيتا في الجنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:৮৬৪
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৪) আবু হুরাইরা রা. বলেন, আমার বন্ধু (রাসূলুল্লাহ ﷺ) আমাকে তিনটি বিষয়ের ওসীয়ত করেছেন, আমি মৃত্যু পর্যন্ত তা পরিত্যাগ করব না: প্রতি মাসে তিনদিন সিয়াম পালন, দুই রাকআত সালাতুদ দুহা আদায় এবং ঘুমানোর পূর্বে বিতর আদায়।
عن أبي هريرة رضي الله عنه قال: أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث صيام ثلاثة أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৮৬৫
সালাতুদ দুহা বা চাশতের সুন্নত
(৮৬৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাতুদ দুহা চার রাকআত আদায় করতেন। এবং তিনি এর উপর যত ইচ্ছা বাড়াতেন।
عن عائشة رضي الله عنها: كان رسول الله صلى الله عليه وسلم يصلي صلاة الضحى أربع ركعات ويزيد ما شاء
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান